বাসস
  ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৮

ত্রাণ সচিব কামরুল হাসান ও শিল্প সচিব জাকিয়াকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার

ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার তাদের বাধ্যতামূলক অবসর দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় তাদের অবসরে পাঠানো হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।