ইসরাইলি ভাষণের সময় ওয়াকআউট করে বাংলাদেশও
ঢাকা, ২২ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : গত ১৮ ফেব্রুয়ারি মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ৪র্থ গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্স অন রোড সেফটিতে ইসরাইলি প্রতিনিধির ভাষণ চলাকালে কিছু প্রতিনিধির তাৎক্ষণিক ওয়াকআউটকে কতিপয় মহল ভুলভাবে উপস্থাপন করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘এটি জানানো যাচ্ছে যে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রতিনিধি দলও ছিল।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার, ইসরাইলের গণহত্যা এবং ফিলিস্তিনিদের ওপর অন্যান্য দমন-পীড়নের বিষয়ে বাংলাদেশের অবস্থান সবারই জানা।
মন্ত্রণালয় এ বিষয়ে ভুল তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে।