শিরোনাম
দিনাজপুর, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় আজ তারুণ্যের উৎসব সামাজিক ও ক্রীড়া সংগঠন শহরের ইনস্টিটিউটে বার্ষিক পিঠা উৎসব- মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুর ২টায় দিনাজপুর শহরে ইনস্টিটিউটের হলরুমে পিঠা উৎসবের উদ্বোধন করেন ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর ইনস্টিটিউটে সাধারণ সম্পাদক সুনীল চক্রবর্তী, পিঠা উৎসব কমিটির আহবায়ক ও দিনাজপুর ইনস্টিটিউটের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মকসেদ আলী মঙ্গলিয়া। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রকৌশলী মহিউদ্দিন আলমগীর, সহ-সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান নাইম, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুজ্জামান চৌধুরী বাবু, সদস্য শাহিন খান, সদস্য মোঃ নাজমুল হক ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
বার্ষিক পিঠা উৎসব মেলায় ভাপা পিঠা, তেল পিঠা, ঝাল পিঠা, নারকেল পিঠা,দুধ পিঠাসহ, বিভিন্ন ধরনের পিঠা সদস্যদের মধ্যে পরিবেশন করা হয়।