বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৬
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৮

মেহেরপুরে চেক ডিজঅনার মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ভাইয়ের কারাদণ্ড ও জরিমানা

মেহেরপুর, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : জেলায় আজ অর্থঋণ আদালতে দায়েরকৃত চেক ডিজঅনার মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোটভাই ও মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সরফরাজ হোসেন মৃদুলকে একবছর কারাদণ্ড এবং তিনকোটি ৬০ লাখ টাকা জরিমানা করেছে আদালত।

আজ রোববার দুপুরে মেহেরপুরের যুগ্ম দায়রা জজ ২য় আদালতের বিচারক এইচ এম কবির হোসেন এ আদেশ দেন।

২০২৩ সালে সরফরাজ হোসেন মৃদুলের ব্যবসায়ীক পার্টনার দেবাশীষ বাগচি আদালতে এককোটি ৮০ লাখ টাকার চেক ডিজঅনারের একটি মামলা করেন। যার মামলা নম্বর- ৯০৭/২৩ (মেহেরপুর)।

রোববার রায় ঘোষণার সময় আসামি সরফরাজ হোসেন মৃদুলকে মেহেরপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং রায়  ঘোষনার পর পুনরায় জেলা কারাগারে পাঠানো হয়।

এ মামলায় বাদিপক্ষে আইনজীবী ছিলেন খ ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল। আসামি পক্ষের আইনজীবী ছিলেন খন্দকার আব্দুল মতিন।

মামলার রায়ে বলা হয়েছে, ৩ কোটি ৬০ লাখ টাকা জরিমানার এককোটি ৮০ লাখ টাকা বাদীকে এবং ১ কোটি ৮০ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। একই সঙ্গে এ মামলায় দন্ডিত ব্যক্তি যে কয়দিন হাজত খেটেছেন, সে কয়দিন সাজার একবছর থেকে কর্তন হবে।