ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার বারোবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত। ছবি: বাসস
ঝিনাইদহ, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ সোমবার ভোরে কালীগঞ্জ উপজেলার বারোবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ৯৯৯ এ কল পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বারোবাজারের ব্যবসায়ীরা জানায়, ভোর বেলা বাজারে আগুন লাগে। এতে ১০টি দোকান ভস্মিভূত হয়েছে। আগুন লাগার পরে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় বাজারের দোকানী, ব্যবসায়ী ও পথচারীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
প্রত্যক্ষদর্শী মৎস্য ব্যবসায়ী আব্দুল করিম বলেন, ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাসের জন্য সড়কের পাশে বাসস্টান্ডে অপেক্ষা করছিলাম। দিপকের খাবার হোটেলে প্রথমে আগুন লাগে। এসময় লোকজন ডাকাডাকি করছিলাম। এক পর্যায়ে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এটা দেখার পরপরই আমি ৯৯৯ ফোন করে ফায়ার সার্ভিসকে ঘটনাটি জানাই।
এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি। তবে হোটেলের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাট ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত করে দেখা হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিক ভাবে জানা যায়নি।