বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৮
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৩

সাজেক ভ্যালীতে ভয়াবহ আগুন, ১০টি রিসোর্ট ও ১৪টি দোকান পুড়ে ছাই

রাঙ্গামাটি জেলার সাজেক ভ্যালীতে আজ দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : বাসস

রাঙ্গামাটি, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার সাজেক ভ্যালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ দুপুর দেড়টার দিকে অবকাশ রিসোর্ট থেকে এই আগুনের সূত্রপাত বলে জানা গেছে। মুহুর্তেই আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে। 

বর্তমানে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে সেনাবাহিনী ও স্থানীয় জনগণ। 

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার বাসসকে জানান, দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। এ পর্যন্ত ১০টি রিসোর্ট ও ১৪ টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং এখন পর্যন্ত আগুন নিভানো সম্ভব হয়নি। তাৎক্ষনিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছ। সাজেকে দমকল বাহিনীর কোনো ইউনিট না থাকায় দীঘিনালা উপজেলা থেকে ফায়ার সার্ভিস রওনা হয়েছে বলে জানান তিনি।