বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০২
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১১

শেরপুর চেম্বার অব কমার্স-এর সাথে বিডা’র মতবিনিময়

আজ জেলায় শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। ছবি : বাসস

শেরপুর, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): জেলায় আজ নতুন বিনিয়োগকারী খুঁজতে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। 

আজ দুপুর ২ টায় শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিডা'র ময়মনসিংহ বিভাগীয় পরিচালক জন কেনেডি জাম্বেল। 

শেরপুর চেম্বারের সভাপতি মো. আরিফ হোসেনের সভাপতিত্বে এ সভায় জেলা চেম্বার অব কমার্স-এর পরিচালক আলহাজ্ব মো. মহিউদ্দিন আহমেদ মামুন, আরিফুল কবির আপেল, বাবন সাহা, দেবানন্দ কর্মকার, ব্যবসায়ী নেতা আব্দুল আউয়াল চৌধুরী, মো. তৌহিদুর রহমান পাপ্পু, রফিক মজিদ, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় বিডা’র পক্ষ থেকে বিনিয়োগকারীদের সুযোগ-সুবিধা প্রদানের বিষয়ে বক্তব্য রাখেন বিডা’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।