শিরোনাম
টাঙ্গাইল, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি ও নিহতদের ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা হিসাবে মোট ২৬ লাখ টাকার চেক বিতরন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।
টাঙ্গাইলের জেলা প্রকাশক শরীফা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব চেক বিতরণ করেন।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, টাঙ্গাইল সার্কেল বিআরটিএয়ের সহকারী পরিচালক শেখ মাহতাব উদ্দিন আহমেদ, মোটরযান পরিদর্শক এনামুল হক ইমনসহ অনেকে উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলে বিআরটিএয়ের সহকারী পরিচালক শেখ মাহতাব উদ্দিন আহমেদ জানান, বিগত বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও একজন আহতের পরিবারকে মোট ২৬ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এর মধ্য নিহতদের প্রতিটি পরিবারকে পাঁচলাখ টাকা এবং আহত ব্যক্তিকে একলাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।