বাসস
  ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩০

বান্দরবানে গাছের সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি

বৃহস্পতিবার এখানকার থানচি বাস স্ট্যান্ড এলাকায় বট গাছ থেকে পেরেক অপসারণের মাধ্যমে গাছের সুরক্ষায় পেরেক অপসারণের মাসব্যাপী কর্মসূচি শুরু হয়। ছবি : বাসস

বান্দরবান, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার সড়কের দুপাশে থাকা গাছে লোহার পেরেক মেরে বিভিন্ন সাইনবোর্ডসহ নানা প্রচার সমাগ্রী অপসারণ করা হচ্ছে। 

বৃহস্পতিবার সকাল ১০টায় বান্দরবান বন বিভাগের আয়োজনে জেলা সদরের থানচি বাস স্ট্যান্ড এলাকার বট গাছ থেকে পেরেক অপসারণের মাধ্যমে মাসব্যাপী এ কর্মসূচি শুরু হয়। আগামী ২৭ মার্চ শেষ হবে এ কর্মসূচি। 

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় বান্দরবান পাপ্লউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্মা মো.তহিদুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা মো.আব্দুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এম এম শাহনেয়াজ, পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো.রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সকল শ্রেণীর নাগরিককে সচেতন করতে এ কর্মসূচি এক মাসব্যাপী চলবে বলে জানিয়েছেন বন কর্মকর্তারা।