বাসস
  ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৯

চুয়াডাঙ্গায় মিষ্টি তৈরির কারখানায় অভিযান, জরিমানা

চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি কারখানা সহ দুই প্রতিষ্ঠানের মালিককে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

আজ বেলা ১১টায় মুন্সিগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ বাজারে মিষ্টি তৈরি কারখানা ও খুচরা পর্যায়ে  নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রতিষ্ঠানে সর্তক করা হয়। 

এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করায় রমেশ কুমার ঘোষের মেসার্স শ্রেষ্ট দধি ভান্ডারকে ২০ হাজার টাকা এবং মেয়াদ উর্ত্তীণ পানীয় বিক্রি করার অপরাধে মেসার্স কুসুম কলি ভ্যারাইটিজ স্টোরের আক্তার আলমকে ৩ হাজার জরিমানা আদায় করা হয় ।

এ সময় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।