শিরোনাম
ময়মনসিংহ, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় আজ ৭ লাখ টাকা মূল্যের বিদেশি মদসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১৪ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, বৃহস্পতিবার ভোর ৬টায় তারাকান্দা থেকে ময়মনসিংহ শহরের উদ্দেশে বিদেশি মদের চালান আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শম্ভুগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরে শম্ভুগঞ্জ ব্রীজ এলাকার চায়না মোড়ে একটি সন্দেহভাজন ইজিবাইক থেকে ৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং মাদক বিক্রেতা ইজি বাইক চালক ময়নাল মিয়াকে গ্রেফতার করা হয়। এঘটনায় মদ পরিবহনে ব্যবহৃত ব্যাটারিচালিত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।