শিরোনাম
রাজশাহী, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : রাজশাহীর চারঘাটে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মামা ভাগিনা ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে চারঘাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের বালুদিয়ার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই-এর মানচিহ্ন ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইং-এর প্রকৌশলী জুনায়েদ আহমেদ।