শিরোনাম
সিলেট, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জেলার জকিগঞ্জে সাবেক ইউপি সদস্য ও তার ভাইকে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার উপজেলার উত্তরকুল এলাকার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বারঠাকুরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উত্তরকুল গ্রামের মৃত নছির আলীর ছেলে আবদুল মুকিত (৫৫) ও তার ছোট ভাই মো. আবদুল কাদির (৪৮)।
ইয়াবার বড় চালান এসেছে বলে তথ্য পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পালের নেতৃত্বে সকালে অভিযান চালানো হয়। অভিযানের সময় দুইভাইকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির ছাদে তালাবদ্ধ একটি কক্ষে রাখা ইয়াবার চালান জব্দ করা হয়।
আজ দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পাল বাদি হয়ে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক আবু রেজা মেহেদী হাসান, উপ-পরিদর্শক মামুনার রশীদ উপস্থিত ছিলেন।