শিরোনাম
ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিবিএন নিউজের আয়োজনে ভাষা শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিবিএন নিউজের চেয়ারম্যান শফিকুর রহমানের সভাপতিত্বে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ ইউনুস মৃধা, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ এইচ এম মাহবুবু সালেকীন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি সরকার তাহমিনা বেগম সন্ধ্যা প্রমুখ বক্তৃতা করেন।
ইউনুস মৃধা বলেন, ‘আমি ছয় থেকে সাতটি স্কুলের চেয়ারম্যান ছিলাম। আমি তখন দেখলাম অনেকে বাংলা ব্যাকরণ ভালো বুঝে না। অথচ এটি আমাদের মাতৃভাষা। বাংলায় যে কোন কিছু বললে যতটা ভালো লাগে, অন্য ভাষায় বললে ততটা ভালো লাগে না।’
তিনি বলেন, শহীদ সালাম, রফিক, জব্বারসহ যারা ভাষার জন্যে প্রাণ দিয়েছেন আজ গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি।
মাহবুবু সালেকীন বলেন, ‘যে জাতি তার মাতৃভাষাকে সম্মান দিতে জানে না, সে জাতি কখনও উন্নতি লাভ করতে পারে না। একজন শিশু যখন জন্মগ্রহণ করে তখন প্রথম তার মায়ের মুখ থেকে শব্দ শিখে। জীবনের সবক্ষেত্রে একজন ব্যক্তি যদি মাতৃভাষাকে ধারণ করতে না পারে তাহলে জীবনের পরিপূর্ণতা আসবে না। আজকে মাতৃভাষা নিয়ে গবেষণা হচ্ছে। আমরা আমাদের মাতৃভাষাকে সর্বক্ষেত্রে আমাদের জীবনে ধারণ করে আত্মীক উন্নতি লাভ করবো। মাতৃভাষাকে সর্বক্ষেত্রে লালন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।’
সরকার তাহমিনা বেগম সন্ধ্যা বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সম্মান জানতে আমরা এখানে উপস্থিত হয়েছি। গত ১৫ বছর আমরা দেখলাম, আমরা সেভাবে কাউকে সম্মান দিতে জানি না। এই সম্মানের অভাবে ফ্যাসিস্ট সরকার চলে গেছে। ওই সরকার আমাদের এমনভাবে দমন, অত্যাচার, নির্যাতন করেছে যে আমরা কোনোদিন তা ভুলতে পারবো না।’
তিনি বলেন, ‘একুশ আমাদের চেতনা, ৩৬ জুলাই আমাদের প্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা বলতে চাই- আমরা যেন সবক্ষেত্রে সত্য ও সুন্দরভাবে চলতে পারি। আমাদের মধ্যে আয়নাঘর, হানাহানি, মারামারি, বিদ্বেষ আর থাকবে না। ভাষা শহীদদের আমরা সম্মান জানাবো। আমরা বাংলা ভাষায় কথা বলবো, শুদ্ধভাবে বাংলা ভাষাকে উচ্চারণ করবো। এর মাধ্যমে বাংলাকে প্রতিষ্ঠিত করবো।’