বাসস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৪৭
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৫৪

সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বার্ষিক মাহফিলে অংশ নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া -ফাইল ছবি

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ বৃহস্পতিবার রাতে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ ও বহুমুখী কামিল মাদ্রাসার ওয়াজ ও ইছালে ছাওয়াব মাহফিলে অংশগ্রহণ করেন।

কুমিল্লার মুরাদনগর উপজেলার সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমানের আমন্ত্রণে উপদেষ্টা এ ওয়াজ মাহফিলে অংশ নেন।

এসময় উপদেষ্টা আসিফ মাহমুদ সারা দেশের ন্যায় কুমিল্লা জেলার উন্নয়ন কর্মকাণ্ডগুলো দ্রুত বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেন। 

ওয়াজ মাহফিলের স্থান সংকুলান, ওজুর পানির সমস্যা সমাধান, রাস্তা প্রশস্তকরণসহ লাখো মুসল্লীর বিভিন্ন দাবি পূরণের আশ্বাস প্রদান করেন উপদেষ্টা।