বাসস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩২
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৪

২৯,০৭৫ শ্রমিককে লিগ্যাল এইড-এ সরকারি খরচায় আইনি সেবা

প্রতীকী ছবি

॥ দিদারুল আলম ॥

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীনে লিগ্যাল এইড-এ ২৯ হাজার ৭৫ জনকে সরকারি খরচায় আইনি সেবা প্রদান করা হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবা প্রদান শুরু হয়। পরবর্তীতে ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল স্থাপন করা হয়েছে। এ সেলে জানুয়ারি ২০২৫ পর্যন্ত ২৯ হাজার ৭৫ জনকে আইনি সহায়তা দেয়া হয়। এরমধ্যে ২১ হাজার ৩৬৩টি আইনি পরামর্শ সেবা দেয়া হয়। ৪ হাজার ৪১২টি মামলায় আইনি সহায়তার উদ্যোগ নেয়া হয়েছে, এরমধ্যে ৮০১টি মামলা নিষ্পত্তি হয়। বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) উদ্যোগ নেয়া হয়েছে ৩ হাজার ৩শ মামলায়, যার মধ্যে ১ হাজার ৯১৩ মামলা এডিআর-এ নিষ্পত্তি হয়েছে।

দেশে আর্থিকভাবে অস্বচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’- অধীনে সরকারি খরচায় এ সেবা দেয়া হয়। 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।