বাসস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৬

কিশোরগঞ্জে আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন

শুক্রবার গুরুদয়াল সরকারি কলেজে আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন। ছবি : বাসস

কিশোরগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায়  ছয় শতাধিক শিক্ষক নিয়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার সকাল ৯টায় গুরুদয়াল সরকারি কলেজে অডিটোরিয়াম মিলনায়তনে জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন  জেলা জেনারেল সেক্রটারি অধ্যাপক এ.বি.এম. ফজলুল করিম।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. রমজান আলী, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক, আদর্শ শিক্ষক ফেডারেশন সহকারী জেনারেল সেক্রটারি অধ্যাপক রবিউল ইসলাম।

এ শিক্ষক সম্মেলনে জেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, ইফতেদায়ী ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রায় ৬০০ শিক্ষক সম্মেলনে অংশগ্রহণ করেন।

সম্মেলন থেকে শিক্ষকদের মাসের বেতন নিয়মিত প্রদানের দাবিসহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়।