বাসস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১১

শরীয়তপুরে দুই মাস পর্যন্ত মাছ ধরায় নিষেধাজ্ঞা

শরীয়তপুরে দুই মাস পর্যন্ত মাছ ধরায় নিষেধাজ্ঞা। ছবি: বাসস

শরীয়তপুর, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা দুই মাস শরীয়তপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে।

এরই মধ্যে অভয়াশ্রম থেকে জেলেরা জাল-নৌকাসহ মাছ ধারার সরঞ্জাম নিয়ে সরে যাচ্ছেন ।

এই সময়ে জেলেদের প্রণোদনা হিসেবে ধাপে ধাপে ৪০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

জেলার নড়িয়া সুরেশ্বর দরবার শরীফের কাছ থেকে ভেদরগঞ্জ উপজলার কাঁচিকাটা পর্যন্ত ২০ কিলোমিটার  নদী জুড়ে মার্চ-এপ্রিল দুই মাস ইলিশসহ সব  ধরনের মাছ ধরা নিষিদ্ধ। এরমধ্যে নড়িয়া ৫ কিলোমিটার ও ভেদরগঞ্জ ১৫ কিলোমিটার অভয়াশ্রম রয়েছে। এদিকে, দুই মাসের বেকারত্ব নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। তারা বলছেন, সরকারের পক্ষ থেকে পাওয়া বরাদ্দ তাদের জন্য অপ্রতুল। 

নড়িয়া সুরেশ্বর এলাকার জেলেরা বলেন, সরকার আমাদের যে চাল দেয়, এই চালে তো আমাদের চাহিদা মিটে না। সরকার যদি জেলেদের আর্থিক সহযোগিতা করে তাহলে আমরা উপকৃত হতাম। শুধু চাল দিলে তো হয় না, খাবারের জন্য আরও অনেক কিছু প্রয়োজন হয়।

সুরেশ্বর মৎস্য আড়ৎদারা বলেন, দুই মাসের অভিযানে আমাদের এলাকার অভয়াশ্রমে জাল-নৌকা নামাবে না বলছেন জেলেরা। অভয়াশ্রম থেকে জেলেদের সব জাল-নৌকা সরিয়ে ফেলতে বলেছি। মাছ ধরা বন্ধের দুই মাস সরকার জেলেদের চাল দিয়ে থাকে। চাল যেন ঠিকমতো পায়, এটা সরকারের নিকট অনুরোধ। 

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, এই দুই মাসে জেলায় ১৫ হাজার ৪৬৫ জন জেলে পরিবারকে ৪০ কেজি করে চাল দেয়া হবে। তবে জেলায় কার্ডধারী জেলে রয়েছে ২৫ হাজার ৮২৬ জন। এইসব জেলেদের বাড়তি কর্মসংস্থানের জন্য গরু-ছাগলও দেয়া হয়ে থাকে। 

জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল হাসান বলেন, আমরা জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ থেকে জেলেদের নিয়ে মতবিনিময়, লিফলেট বিতরণ ও মাইকিং করেছি। যেন জেলেরা অভয়াশ্রমে মাছ ধরা থেকে বিরত থাকে। কোন জেলে যদি অসৎ উপায়ে অভয়াশ্রমে মাছ ধরতে নামে তাহলে তাদের আইনের আওতায় আনা হবে। আইন অমান্য করে কেউ জাটকা ইলিশ আহরণ করলে তার বিরুদ্ধে মৎস্য আইনে দুই বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে।

তিনি বলেন, দুই মাস অভয়াশ্রমে ঝাটকাগুলো বড় হয়ে ইলিশে পরিণত হয়। পাশাপাশি গভীর পানিতে নেমে যায়। পরে আবার ফিরে আসে। এতে নদীতে ইলিশের সংখ্যা বৃদ্ধি পায়। এদিকে জাটকা সংরক্ষণ অভিযান সফল করতে মৎস্য বিভাগ, নৌ-পুলিশসহ টাস্কফোর্সের সদস্যরা পর্যায়ক্রমে ২৪ ঘণ্টা নদীতে টহল দিতে প্রস্তুতি নিয়েছে।