বাসস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৩
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৮

দেশ রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধের আহ্বান 

আজ শুক্রবার বগুড়া জেলা মৎস্যজীবী দলের আয়োজনে টি এম এস এস অডিটোরিয়ামে দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত। ছবি: বাসস

বগুড়া, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নেতৃবৃন্দ দেশ রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধের আহ্বান জানিয়েছেন। 

তারা বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ১৭ টি বছর দেশের বাইরে থেকেও দলীয় নেতা-কর্মীদের দেশ রক্ষার জন্য কাজ করতে বলেছেন।

আজ শুক্রবার বগুড়া জেলা মৎস্যজীবী দলের আয়োজনে টি এম এস এস অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বগুড়া জেলা বিএনপির নেৃতৃবৃন্দ এসব কথা বলেন।

বগুড়া জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ময়নূল হক বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

মৎস্যজীবী দলনেতা খলিলুর রহমান খলিল, আরিফুর রহমান ও হাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন শহর মৎস্যজীবী দলের সভাপতি জুলফিকার আলী শেখ লিপটন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মিঠু, সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি রুহুল আমীন বাবলা, শাজাহানপুর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাইদ, সোনাতলা উপজেলা সভাপতি নরুল ইসলাম এলডু, সারিয়াকান্দি উপজেলা সভাপতি নজরুল ইসলাম, গাবতলী উপজেলা সভাপতি আবু বক্কর, শেরপুর উপজেলা সভাপতি শাহ আলম, ধনুট উপজেলা সভাপতি আব্দুর সবুর রঞ্জু।

এ সময় নেতৃবৃন্দ বলেন, জিয়া পরিবার দেশ ও মানুষকে ভালোবাসে, তারা মানুষের জন্য রাজনীতি করে। জিয়া পরিবার অর্থের লোভ করে না। আগামী দিনের রাজনীতির কথা চিন্তা করে আমাদেরকে আদর্শ নিয়ে থাকতে হবে। আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকি। আগামীতে জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থী যেই হবে তাকেই নির্বাচিত করতে দল বেঁধে কাজ করতে হবে।