শিরোনাম
ভোলা, ১ মার্চ, ২০২৫ (বাসস) : ইলিশের অভয়াশ্রম হিসেবে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকা জুড়ে আজ ১ মার্চ শনিবার রাত ১২টা থেকে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে প্রশাসন।
আজ সকাল থেকে এসব নদীতে কোনো জেলেকে নৌকা-ট্রলার নিয়ে নদীতে নামতে দেখা যায়নি। প্রতি বছরের ন্যায় এবারও মার্চ-এপ্রিল এই ২ মাস উপকুলীয় জেলা ভোলা'সহ উপকুলের নদ নদীর ইলিশের অভয়াশ্রমে সবধরনের মাছ ধরা বন্ধ থাকবে।
আজ ১ মার্চ থেকে ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত নিষিদ্ধ এলাকায় সব ধরনের জাল ফেলার উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নিষেধাজ্ঞার চলাকালীন অভয়াশ্রমগুলোতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা দণ্ডনীয় অপরাধ। আইন অমান্যকারীদের ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে বলে জানিয়েছেন জেলা মৎস্য বিভাগ।
জাটকা সংরক্ষণে জেলার মেঘনা নদীর ইলিশা অংশ থেকে চর পিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার এবং তেঁতুলিয়া নদীর জেলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে।
নিষেধাজ্ঞার এই দুই মাস মাছ শিকার বন্ধে জেলা মৎস্য বিভাগ থেকে নেয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। গঠন করা হয়েছে মনিটরিং টাস্কফোর্স। করা হয়েছে মাইকিং, লিফলেট বিতরণসহ প্রত্যেক উপজেলার নদীর পাড়ে অভয়াশ্রম এলাকায় মতবিনিময় সভা।
জেলা মৎস্য বিভাগ সূত্র জানায়,এবার ভিজিএফ প্রাপ্ত জেলের সংখ্যা ৮৯ হাজার ৬ শত এবং দুই মাসে ৮০ কেজি করে মোট ৭ হাজার ১শ' ৬৮ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন সরকার।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বাসস'কে বলেন, চাল বিতরণ নিয়ে কোনো ধরনের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জেলেরা যেন সঠিকভাবে চাল পায় সে জন্য মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে জেলেদের তালিকায় স্বচ্ছতা আনার কাজও করা হচ্ছে।