বাসস
  ০১ মার্চ ২০২৫, ১৮:৫৬

ঝালকাঠিতে চার শহীদের পরিবারকে ইফতার সামগ্রি প্রদান

আজ শনিবার দুপুরে ঝালকাঠিতে চার শহীদের পরিবারকে ইফতার সামগ্রি প্রদান। ছবি : বাসস

ঝালকাঠি, ১ মার্চ, ২০২৫ (বাসস) :  জেলায় আজ জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুথানে নিহত চার শহীদের পরিবারকে ইফতার সামগ্রি উপহার দিয়েছে সদর উপজেলা প্রশাসন।  

আজ শনিবার দুপুরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন চার শহীদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের হাতে ইফতার সামগ্রি তুলে দেন।

ইফতার সামগ্রি বিতরণকালে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জুলাই-আগস্ট আন্দোলনে ঢাকায় শহীদ কামাল হোসেনের স্ত্রী সাদিয়া বেগম এবং শহীদ হৃদয় হাওলাদার, মিজানুর রহমান ও সাইফুল ইসলামের পরিবারের খোঁজ-খবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।