বাসস
  ০১ মার্চ ২০২৫, ১৯:৩৩

টাঙ্গাইলের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান

আজ দুপুর ১টায় টাঙ্গাইলের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান। ছবি : বাসস

টাঙ্গাইল ,১ মার্চ ,২০২৫ (বাসস): জেলার বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল।

আজ দুপুর ১টায় উপজেলার ময়থা উত্তরপাড়া সূত্রধরবাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত গেরীন্ড সূত্রধর ও ননী সূত্রধরের পরিবারকে দুই লাখ টাকা অনুদান দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন লাবীব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল আলম মনির, একাউন্ট ম্যানেজার আয়েত উল্লাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলাম প্রমুখ ।

উল্লেখ্য,  গত ২৩ ফেব্রুয়ারি সকালে গেরীন্ড সূত্রধর ও ননী সূত্রধরের দুইটি বসতঘরে আগুন লাগে। এ সময় বসতঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।