শিরোনাম
সুনামগঞ্জ, ২ মার্চ, ২০২৫(বাসস) : জেলার মোকামছড়া সীমান্তের আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় বিজিবি ৫ টি ভারতীয় গরু আটক করেছে।
রোববার সকাল সোয়া ৬ টায় অভিযান চালিয়ে ৫টি ভারতীয় গরু আটক করে বিজিবি।
সুনামগঞ্জ-২৮ বিজিবি জানায়, আজ সকাল সোয়া ৬ টায় ২৮ বিজিবির অধীন পেকপাড়া বিওপির জোয়ানরা অভিযান চালিয়ে মোকামছড়া এলাকা থেকে ৫টি ভারতীয় গরু আটক করে। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে।
আটক ভারতীয় ৫টি গরু সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়ার প্রস্তুতি চলছে।