শিরোনাম
পঞ্চগড়, ২মার্চ, ২০২৫ (বাসস) : জেলার তেঁতুলিয়া উপজেলায় ডাকাতি করে পালানোর সময় স্থানীয়দের সহযোগিতায় ডাকাত চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ১ টায় উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের আজিজনগর গ্রামে ডাকাতির ঘটনাটি ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় রোববার ভোরে তেঁতুলিয়ার ভজনপুর বাজারে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে ডাকাত সদস্যদের আটক করে ডিবি পুলিশ।
আটকরা, হলো- রংপুরের মিঠাপুকুর থানার সঠিবাড়ি হরিপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আনোয়ার হোসেন (৪১), দিনাজপুরের নবাবগঞ্জ থানার আজিমপুর মির্জাপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে তহিদুল ইসলাম (৪০), রংপুরের পীরগঞ্জ থানার লালদিঘী ফতেপুর মকিমপুর গ্রামের আঃ জলিলের ছেলে শরিফুল ইসলাম (৩৫), পীরগঞ্জ থানার লালদিঘী আজমপুর ফকির পাড়া গ্রামের বাদশা ফকিরের ছেলে হাসানুর (৪০), পীরগঞ্জ থানার সানের হাট পালানো শাহপুর গ্রামের আঃ জব্বারের ছেলে আয়নাল (৩৮)।
জানা গেছে, তেঁতুলিয়া সদর ইউনিয়নের আজিজনগর গ্রামের বাংলাবান্ধা-পঞ্চগড় জাতীয় মহাসড়কের ১০০ গজ দক্ষিণে স্কুলশিক্ষক বেলায়েত হোসেনের বাড়িতে প্রাচীর টপকে প্রবেশ করে ডাকাতদল। ডাকাতদলের সদস্যরা ঘরের দরজার ছিটকিনি ভেঙে কক্ষে প্রবেশ করে লোকজনকে অতর্কিতভাবে মারপিট করে। একই সঙ্গে হাত-পা বেঁধে আহত করে মেঝেতে ফেলে রাখে। একই সময় আলমারির তালা খুলে নগদ প্রায় ৪০ হাজার টাকা ও ২.৫ ভরি স্বর্ণ অলংকার নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের ডাক চিৎকার শুনে পাশের কক্ষের সদস্যরা উদ্ধারসহ প্রতিবেশীদের খবর দেয়। তাৎক্ষণিক স্থানীয়রা ঘটনাটি এলাকায় ছড়িয়ে দিলে ডাকত দলকে ধরতে রাস্তায় নেমে পড়ে সবাই। এদিকে থানা পুলিশ ডাকাত দলটিকে আটকে অভিযান শুরু করলে ডিবি পুলিশের একটি দল ভজনপুর বাজারে ভোর সকালে তাদের আটক করে।
ডাকাতের হামলার শিকার স্কুলশিক্ষক বেলায়েত হোসেন বলেন, রাত ১টার পর ৮ থেকে ১০ জনের একদল লোক আমার ঘরের দরজার ছিটকিনি ভেঙ্গে রুমে প্রবেশ করে। আমরা টের পেয়ে ঘুম থেকে জেগে ওঠার সাথে সাথে তারা স্ত্রী ও আমার উপর হামলা চালিয়ে দুজনের হাত বেধে দেয়। পরে ঘরে থাকা টাকা, সরঞ্জাম লুটপাট করে পালিয়ে যায়। এর মধ্যে পাশের রুমে থাকা আমার মেয়ে টের পেয়ে প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের মোবাইল ফোনে খবর দেয়। পরে আমাদের উদ্ধার করে। একই সময় পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস. এম শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর পরেই আমরা পুলিশ টিম নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। একই সঙ্গে সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে ৫ ডাকাতকে আটক করা হয়। এ সময় সন্দেহভাজন আরো ১ জনকে আটক করে তেঁতুলিয়া মডেল থানায় নেয়া হয়েছে। বিষয়টি তদন্তসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।