শিরোনাম
টাঙ্গাইল, ২ মার্চ ২০২৫ (বাসস): জেলার ঘাটাইল উপজেলায় আজ অনুমোদনহীন ইট প্রস্তুত ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় চারটি ইটভাটার মালিককে মোট ২৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ রোববার সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ধলাপাড়া রসুলপুর, দেউলাবাড়ী ইউনিয়নে ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন ঘাটাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট সাবরিন আক্তার এবং জেলায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিন আক্তার জানান, অনুমোদনহীন ইট প্রস্তুত ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মেসার্স ফরিদ ব্রিকসকে পাঁচলাখ টাকা, মেসার্স সালাম ব্রিকসকে সাতলাখ টাকা, মেসার্স সোনালী ব্রিকসকে সাতলাখ টাকা, মেসার্স এম আরপি ব্রিকসকে সাতলাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।