শিরোনাম
চট্টগ্রাম (দক্ষিণ), ৩ মার্চ, ২০২৫ (বাসস): জেলার পটিয়ার পৌরসদরের বৈলতলী সড়কে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৭টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান।
আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে পৌরসদরের বৈলতলী সড়কের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সেহেরি খেয়ে সবাই দোকানপাট বন্ধ করে বাসাবাড়িতে ঘুমাতে গিয়েছিল। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভাতে গিয়ে পানি স্বল্পতার কারনে আগুন নিভাতে হিমশিম খেতে হয়। প্রায় ১ কিলোমিটার দূর থেকে কয়েকটি পুকুর থেকে পানি সরবরাহের পর আগুন নেভাতে সক্ষম হয়।
যার কারণে আগুনে ৭টি দোকানের মূল্যবান সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ৫টি ফার্নিচারের দোকান, ১ টি ওয়াকশপ, ১টি মিলে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বাসসকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন মুহুর্তেই সবদিকে ছড়িয়ে পড়ে। আমরা আসার পর পানি সংকটের কারণে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। যার কারণে আগুনে ৭ টি দোকান পুড়ে গেছে।