বাসস
  ০৩ মার্চ ২০২৫, ১৬:৫৮

ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা 

ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা। ছবি: বাসস

ঝালকাঠি, ৩ মার্চ ২০২৫ (বাসস): জেলায় আজ গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক বিচার নিশ্চিত করার লক্ষ্যে ‘জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমানের সভাপতিত্বে এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম এবং সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।

আরও বক্তব্য রাখেন আইনজীবী মাহমুদুর রহমান পারভেজ, মহিলা পরিষদের দিলারা খানম, দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোহরাব হোসেন বাবুলমৃধা, আমুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নকিরুল ইসলাম প্রমুখ।

‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ঝালকাঠি জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করেছে। 

কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত বাংলাদেশের পল্লী অঞ্চলের মানুষের জন্য একটি সহজলভ্য বিচার ব্যবস্থা। প্রচলিত আদালতের দীর্ঘসূত্রতা এড়াতে স্থানীয় পর্যায়ে দ্রুত বিচার নিশ্চিত করাই এর লক্ষ্য। বিশেষ করে নারীর প্রতি সহিংসতা, পারিবারিক নির্যাতন, সম্পত্তি নিয়ে বিরোধ ও কর্মক্ষেত্রে বৈষম্যের মতো বিষয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতকে কার্যকর ভূমিকা পালন করতে পারে।