শিরোনাম
বগুড়া, ৩ মার্চ ২০২৫ (বাসস) : জেলার শাজাহানপুর উপজেলায় আজ বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মিরাজুল ইসলাম (২৫) নামের রিকশাচালক নিহত হয়েছেন।
আজ সোমবার বেলা ১১ টায় শাজাহানপুরে ঢাকা- রংপুর মহাসড়কের মাঝিড়া বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজুল ইসলাম জেলার শাজাহানপুর উপজেলার গয়নাকুড়ি গ্রামের হাজেল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ি থেকে রিকশা নিয়ে বের হন মিরাজুল ইসলাম। একপর্যায়ে যাত্রী নামিয়ে মাঝিড়া বন্দরে সড়কের পাশে রিকশাসহ দাঁড়িয়ে ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে রিকশায় ধাক্কা দেয়। এতে রিকশা চালক মিরাজুল ইসলাম সড়কে ছিঁটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম জানান, ঘটনাস্থলেই নিহত হয়েছেন রিকশাচালক মিরাজুল ইসলাম। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।