বাসস
  ০৪ মার্চ ২০২৫, ১৪:০৪

ইলিশের উৎপাদন ও জাটকা সংরক্ষণে লক্ষ্মীপুরে জেলা টাস্কফোর্স কমিটির সভা 

লক্ষ্মীপুরে জেলা টাস্কফোর্স কমিটির সভা । ছবি : বাসস

লক্ষ্মীপুর, ৪ মার্চ, ২০২৫(বাসস) : ইলিশের উৎপাদন বাড়াতে ও জাটকা সংরক্ষণে জেলায় জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ  মঙ্গলবার সকাল ১০টায়  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।
 
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক জসিম উদ্দিনহ আরও অনেকে।

সভায় মৎস্য সম্পদ রক্ষা ১ মার্চ থেকে ৩০ এপ্রিল  পর্যন্ত জেলার রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীতে মাছ ধরা বন্ধ রয়েছে।   সরকারি আইন বাস্তবায়নে সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। এসময় জেলেদের চাল বিতরণে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি থাকার জন্য নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক ।  

এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করবে এই টাস্কফোর্স কমিটির সদস্যরা।   এই আইন অমান্য করে কেউ নদীতে নামলে তাদের বিরুদ্ধে জেল-জরিমানার বিধান রয়েছে বলে জানান তিনি।