বাসস
  ০৪ মার্চ ২০২৫, ১৬:৪৬

নওগাঁয় ‘তথ্য আপা’র উঠান বৈঠক 

আজ তথ্য অফিসের আয়োজনে নওগাঁয় ‘তথ্য আপা’র উঠান বৈঠক । ছবি : বাসস

নওগাঁ, ৪ মাচর্, ২০২৫ (বাসস) : জেলার আত্রাই উপজেলায় আজ তথ্য অফিসের আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্ধীনে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় মহিলাদের নিয়ে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের মিরাপুর গ্রামে উপজেলা তথ্য কর্মকর্তা দিলরুবা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন। 

এ সময় উপজেলা তথ্য সেবা সহকারি মিনুয়ারা খাতুন, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।