শিরোনাম
নাটোর, ৪ মার্চ ২০২৫ (বাসস): জেলার বড়াইগ্রাম উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে দশহাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বনপাড়া বাজার এলাকায় পরিচালিত অভিযানকালে এ জরিমানা করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান।
সহকারী পরিচালক জানান, অভিযানকালে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণ করায় সততা আড়তের মালিক পীযুষ সরকারকে পাঁচহাজার টাকা এবং বোতলজাত ভোজ্য তেল অধিক মূল্যে বিক্রির দায়ে মেসার্স তিথি ট্রেডার্সের মালিক নয়ন সাহাকে পাঁচহাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।