শিরোনাম
মেহেরপুর, ৪ মার্চ ২০২৫ (বাসস) : জেলার গাংনী উপজেলায় আজ অবৈধভাবে গ্যাসের ব্যবসা পরিচালনার দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার তেরাইল বাজারে অভিযানকালে মেসার্স পরস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলমকে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অবৈধভাবে এলপিজি গ্যাসের ব্যবসা পরিচালনা করছে এমন তথ্যের ভিত্তিতে তেরাইল বাজারে অভিযান পরিচালনা করা হয়। ঘটনার সত্যতা পাওয়ায় মেসার্স পরশ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ- সহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।