শিরোনাম
সিরাজগঞ্জ, ৪ মার্চ, ২০২৫ (বাসস) : জেলায় আজ পবিত্র রমজান মাস উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বল্পমূল্যে দুধ, ডিম ও মাংস পৌঁছানের লক্ষ্যে শহরে জেলা প্রাণিসম্পদ অফিস (কাজিপুর মোড়) ও সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস (ধানবান্ধি) এলাকায় ‘ন্যাশনাল ডেভলপমেন্ট প্রোগ্রাম’ (এনডিপি)-এর সহযোগিতায় মাসব্যাপী এ বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ শহরে জেলা প্রাণিসম্পদ অফিসের সামনে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ, কে, এম আনোয়ারুল হক।
এসময় অতিরিক্ত জেলা প্রাণিসস্পদ কর্মকর্তা মো. আব্দুর রেজ্জাক, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো আলমগীর হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা নাজমুল হোসেন প্রমুখ সহ বিভিন্ন পর্যায়ের খামারিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, রমজান মাসজুড়ে গরুর মাংস ৬৮০ টাকা কেজি দরে, দুধ প্রতি লিটার ৭০ টাকা, ঘোল প্রতি লিটার ৮০ টাকা, মাঠা প্রতি লিটার ৯০ টাকা এবং ডিম প্রতি পিছ ৯ টাকা দরে বিক্রয় হবে।
উদ্যোক্তারা জানান, প্রথমদিনে গরুর মাংস ১৫ কেজি, ডিম ৬’শ পিছ, দুধ ৩০ লিটার, মাঠা ও ঘোল ৪০ লিটার বিক্রয় হয়েছে।