বাসস
  ০৪ মার্চ ২০২৫, ১৯:৫৩

চুয়াডাঙ্গায় ১৮টি স্বর্ণের বার জব্দ, দু’জন আটক 

আজ একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে চুয়াডাঙ্গায় ১৮টি স্বর্ণের বার জব্দ, দু’জন আটক । ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ৪ মার্চ ২০২৫ (বাসস) : জেলায় আজ একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৮ পিছ স্বর্ণের বার-সহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে জেলা সদরে ৬ বিজিবি কার্যালয়ের সামনের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। 

আটককৃতরা হলেন- চুয়াঙাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা পিরপুরকুল্লাহ গ্রামের রফিকুল ইসলাম (৪২) এবং কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের লিটন খান (২৬)।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের বাসে (ঢাকা মেট্রো ব-১৫-০৪৫৬) চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার হায়দার আলীর নেতৃত্বে বিজিবি আভিযানিক দল তল্লাশী চালায়। গাড়িটি দুপুর সোয়া ১টার দিকে চুয়াডাঙ্গা- ঝিনাইদহ মহাসড়কের সরজগঞ্জ বাজার এলাকায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদরের সামনে পৌঁছালে গাড়িটির গতিরোধ করে তল্লাশী চালানো হয়। এসময় ওই গাড়ি থেকে স্বর্ণ চোরাকারবারী সন্দেহে দু’ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত রফিকুল ইসলাম এবং লিটন খানকে তল্লাশী করে দেহ ও জুতার ভিতর লুকানো অবস্থায় ১৮টি স্বর্ণের বার, দুইটি মোবাইল এবং নগদ ১০ হাজার ১৯০ টাকা জব্দ করা হয়। 

তিনি জানান, জব্দকৃত স্বর্ণের ওজন দুইকেজি ৪১১ গ্রাম। স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক বাজার মূল্য দুইকোটি ৯৩ লাখ ৭৮ হাজার ২১৩ টাকা। 

তিনি আরও জানান, এ ঘটনায় নায়েক সাইদুর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেছেন। জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।