বাসস
  ০৪ মার্চ ২০২৫, ২০:১৮

চট্টগ্রামে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরো ৩০ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রাম, ৪ মার্চ, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী ও পরিকল্পনাকারী আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের আরো ৩০ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। 

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে সিএমপি’র জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলেন- নজির আহমদ প্রকাশ আরিয়ান (২৬), মেজবাহ উদ্দিন (২৪), মো. তারেক (৩৭), জুবায়ের (২৪), মো. তৌহিদুল ইসলাম আসিফ (২০), মাসুক মিয়া (৪৯), শামসুল ইসলাম (৪১), নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ফটিকছড়ি উপজেলা শাখার সহ-সম্পাদক মো. শাবরাজ খাঁন মিরাজ (২৪), মিজানুর রহমান সানি (৩৫), আলী আজম (২৩), মোহাম্মদ মিল্লাত (২৪), মোহাম্মদ আবুল হাসনাত ফাহিম (২০), মো. রুবেল (২৬), মো. শাহজাহান (৫৫), মো. আবুল কালাম পারভেজ (৩৩), মো. খোকন (৩০), শহিদুল ইসলাম (১৯), আব্দুল জলিল প্রকাশ জয়নাল প্রকাশ রকি (২৮), মো. কামাল (২৪), মো. আরিফুল ইসলাম আরিফ (১৯), মো. সাহেদ (২৪), মো. নবী প্রকাশ গোপাল (২৫), মো. বেলাল হোসেন শাওন (২৫), মো. তাজউদ্দিন (৩৫), মো. তাজুল ইসলাম (৩৬), মো. রুবেল (৩৮), মো. রুবেল (২৬), শিকলবাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বশির (৩৬), মো. সাকিবুল ইসলাম (২৮) ও মো. আনোয়ার ইসলাম সাকিব (২৫)।

এতে আরো জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে এক বা একাধিক মামলা আছে।