বাসস
  ০৫ মার্চ ২০২৫, ১২:১৭

ঝিনাইদহে তরুণদের ব্যতিক্রম উদ্যোগ: শ্রমজীবী মানুষের জন্য ১০ টাকায় ইফতার

শ্রমজীবী মানুষের জন্য ১০ টাকায় ইফতার প্যাকেজ বিক্রি করছেন ঝিনাইদহ রাইজিং ইয়ুথ সোসাইটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ছবি: বাসস

শাহজাহান নবীন

ঝিনাইদহ, ৫ মার্চ ২০২৫ (বাসস) : বছর ঘুরে আবার এসেছে রমজান। আত্মশুদ্ধি ও আত্মসংযমের এই মাসে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ নিয়েছেন এই জেলার তরুণ শিক্ষার্থীরা। শহরের প্রাণকেন্দ্রে বসে শ্রমজীবী মানুষের জন্য নামমাত্র মূল্যে বাহারি ইফতারি পণ্য বিক্রি করছেন তারা। সূলভ মূল্যে প্রথম রমজান থেকেই মুড়ি, চপ, বেগুনি, ছোলা/বুট, খেজুরের মিশেলে এক দারুণ ইফতার প্যাকেজ বিক্রি করছেন। প্রতি প্যাকেজের দাম মাত্র ১০ টাকা।

ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে ঝিনাইদহ রাইজিং ইয়ুথ সোসাইটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রথম রমজান থেকেই শহরের পায়রা চত্বরে ইফতারি পণ্য বিক্রি করছেন সংগঠনটির কর্মীরা। আসরের নামাজের পর থেকে দোকানে শুরু হয় ক্রেতাদের উপচে পড়া ভিড়।

সরেজমিনে দেখা গেছে, ক্রেতাদের ভিড় সামলাতে রাইজিং ইয়ুথ সোসাইটির স্বেচ্ছাসেবীরা হ্যান্ডমাইকে মাইকিং করছেন। সংগঠনের কেউ কেউ ক্রেতাদের হাতে পণ্য তুলে দেয়ার কাজে ব্যস্ত । তবে ব্যতিক্রমী এই  দোকান থেকে সবাই যে ইফতারি পণ্য কিনছেন, তেমনটিও নয়। অনেকেই কৌতুহলবশতঃ দূরে দাঁড়িয়ে বেচাকেনা দেখছেন।

আয়োজকরা জানিয়েছেন, শহরের ভ্রাম্যমাণ শ্রমিক, ভ্যান-রিকশাচালক, অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষেরা ইফতার করার সময় বিড়ম্বনায় পড়েন। দামি খাবার সামগ্রি কিনে ইফতারি করার সামর্থ্য সবার থাকে না। এসব বিষয় বিবেচনায় রেখেই ব্যতিক্রমী এই উদ্যোগ নেয়া হয়েছে।

ব্যতিক্রমী এ উদ্যোগের প্রশংসা করছেন শহরের বাসিন্দাসহ সর্বসাধারণ। আফতাব আহমেদ নামের এক পথচারী বলেন, প্রথম রোজা থেকেই এখানে ১০ টাকায় ইফতার বিক্রি হচ্ছে। শিক্ষার্থীদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ছিন্নমূল মানুষের জন্য এভাবেই সকলের এগিয়ে আসা উচিত।

রাইজিং ইয়ুথ সোসাইটির প্রতিষ্ঠাতা মুহিব জোয়ার্দার। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের শিক্ষার্থী। রমজানের ছুটিতে নিজ শহরে ফিরে তিনি প্রতি বছর ইফতারি বিক্রির এই মহৎ উদ্যোগে নেতৃত্ব দেন।

মুহিব জোয়ার্দার জানান, ২০ জন সদস্য নিয়ে  ২০২০ সালের ৬ সেপ্টেম্বর এ সংগঠনটি যাত্রা শুরু করে। শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, রক্তদান, গরমে শীতল পানির ব্যবস্থা, করোনাকালীন সচেতনতামূলক কর্মসূচিসহ জাতীয় দিবসগুলোতে শহরের শোভাবর্ধনে সংগঠনটি কাজ করে থাকে। সংগঠনটির সদস্যরা মানুষ ও সমাজের জন্য কাজ করে যাচ্ছেন।

বাসসের সাথে আলাপকালে মুহিব জোয়ার্দার বলেন, আমাদের প্রতিটি উদ্যোগ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ছোট্ট প্রয়াস মাত্র। আমাদের লক্ষ্য নিঃস্বার্থ ভাবে মানুষের সেবা করা। আমরা আমাদের শহর, সমাজ ও মানুষের জন্য কিছু করতে চাই। এবার আমাদের অর্থায়নসহ সার্বিক সহযোগিতা করছে জোহান ড্রিম ভ্যালি পার্ক।

সংগঠনের অন্যতম সদস্য হিমেল বিশ্বাস বলেন, দাতা সদস্যদের সহায়তা নিয়ে আমরা কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছি। আমরা সবাই শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সময় সুযোগ করে আমরা সম্মিলিতভাবে মানবকল্যাণে কাজ করার চেষ্টা করি। গত রমজানেও আমরা ১০ টাকায় ইফতারি দিয়েছিলাম। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছি।

শহরের নিউ একাডেমির ১০ম শ্রেণির শিক্ষার্থী সেচ্ছাসেবক মারুফ বিশ্বাস বলেন, আমাদের কোনো স্বার্থ নেই। মানুষের খুশি দেখলে শান্তি লাগে। এটুকুই আমাদের প্রাপ্তি।

মাত্র ১০ টাকায় স্মার্ট ইফতারি প্যাকেজ জেলার অন্য কোথাও নেই দাবি করে সংগঠনটির অন্যতম সংগঠক জাফর হোসেন বলেন, পুরো রমজান মাসে ১০ হাজারেরও বেশি ইফতারির প্যাকেট আমরা বিক্রি করার টার্গেট করেছি। এটা একটা সৌজন্য মূল্য মাত্র। আমরা আশা করি, সামর্থ্যবানদের কারণে যেন দরিদ্র, দুস্থ ও ভ্রাম্যমাণ শ্রমিক ভাইবোনেরা আমাদের ইফতারি থেকে বঞ্চিত না হয়।