শিরোনাম
রাজবাড়ী, ৫ মার্চ,২০২৫ (বাসস) : জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড়ে এক সড়ক দুর্ঘটনায় জেলা বারের শিক্ষানবিশ আইনজীবী মো. জুয়েল রানা (৩৫) নিহত হয়েছে।
তিনি পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ফুলতলা গ্রামের বাসিন্দা মো. মন্টু মেম্বারের ছেলে।
গতকাল মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। জুয়েল রানা মোটরসাইকেল চালিয়ে বোয়ালিয়া মোড়ে পৌঁছালে একটি দ্রুতগামী বাসের সাথে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে তার পরিবার, সহকর্মী এবং আইনজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে হাই ওয়ে থানার ও সি হারুনুর রশিদ জানান, মামলার প্রস্তুতি চলছে।