বাসস
  ০৫ মার্চ ২০২৫, ১৩:২২

ফরিদপুরে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই। ছবি : বাসস

ফরিদপুর, ৫ মার্চ, ২০২৫( বাসস) : জেলার  আলফাডাঙ্গা উপজেলার বানা বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ আগুন লাগে। তবে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের নাম জানা সম্ভব হয়নি।

জানাগেছে, উপজেলার বানা ইউনিয়নের বানা বাজারে মধ্য রাতে আকস্মিক আগুন লেগে সিরু মিয়ার ফার্মেসি এবং তার আশেপাশের মুদি দোকানসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি টিমের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন সাব অফিসার আসলাম হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। এতে ১০ টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা।