বাসস
  ০৫ মার্চ ২০২৫, ১৩:৩৩
আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৪:২৭

লক্ষ্মীপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু

পবিত্র রমজান উপলক্ষে জেলায় টিসিবির পণ্য সামগ্রী বিক্রি শুরু। ছবি : বাসস

লক্ষ্মীপুর, ৫ মার্চ, ২০২৫ (বাসস) : আসন্ন পবিত্র রমজান উপলক্ষে জেলায় টিসিবির পণ্য সামগ্রী বিক্রি শুরু হয়েছে।

এ উপলক্ষ্য বুধবার সকালে পৌর শহরের গোডাউন রোডে ট্রাকে করে এই টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। 

ভোক্তারা সাড়ে ৪’শ টাকায় পাচ্ছেন ২ কেজি ভোজ্যতেল, ১ কেজি মুসুরের ডাল, ১ কেজি চিনি ও ১ কেজি ছোলা। যা বর্তমান বাজারের দামের চেয়ে অর্ধেক, এসব পণ্য পেয়ে খুশি সাধারণ মানুষ। 

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাস প্রমুখ।

সকাল থেকে টিসিবি পণ্য নিতে ট্রাকের সামনে সাধারণ মানুষ ভিড় করছেন। একই অবস্থায় দালাল বাজার, দক্ষিণ হামছাদী, উত্তর হামছাদী ও চররুহিতাসহ ৫টি স্থানে দেয়া হচ্ছে ট্রাকে করে এসব টিসিবি পণ্য। তবে কমমূল্যে টিসিবি পণ্য ক্রয় করতে পেরে খুশি সাধারণ মানুষ।

জেলা প্রশাসক বলেন, ৫ মার্চ থেকে এই কার্যক্রম শুরু হয়ে পুরো রমজান জুড়ে চলবে। ৫টি স্থানে ট্রাকের মাধ্যমে এসব পণ্য দেয়া হচ্ছে।  সাড়ে ৪শ টাকায় পাচ্ছেন, চিনি ১ কেজি, ছোলা ১কেজি, মুসুরের ডাল এক কেজি ও ভোজ্যতেল ২ কেজি। সপ্তাহে ৫দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে টিসিবির পণ্য বিক্রি। নির্ধারিত সময়ের মধ্যে যে কেউ নিতে পারবে এসব পণ্য।