বাসস
  ০৫ মার্চ ২০২৫, ১৭:৪৮

গাজীপুরে টিসিবি’র পণ্য বিক্রি শুরু 

বুধবার গাজীপুরে টিসিবির পণ্য উদ্বোধন করেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন। ছবি: বাসস

গাজীপুর, ৫ মার্চ ২০২৫ (বাসস) : পবিত্র মাহে রমজান উপলক্ষে সারাদেশের মতো জেলায় নিম্নআয়ের ব্যক্তিদের জন্য টিসিবি’র ভ্রাম্যমাণ ‘ট্রাকসেল’ পণ্য বিক্রি শুরু হয়েছে। 

আজ বুধবার দুপুরে জেলা সদরের রাজবাড়ী মাঠে এ বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন। 

এ সময় গাজীপুরে টিসিবি ক্যাম্প অফিসের সহকারী পরিচালক রাশেদুল ইসলামসহ টিসিবির ডিলার ও প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিসিবি সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার বিভিন্ন পয়েন্ট এই পণ্য বিক্রয় করা হবে। একজন ব্যক্তি  দুইলিটার তেল, দুইকেজি ছোলা, দুইকেজি মসুর ডাল, এককেজি চিনি ক্রয় করতে পারবেন। এ কার্যক্রম আগামী ২৮ মার্চ পর্যন্ত চলবে। প্রতিটি পয়েন্টে ৪০০ উপকারভোগীসহ প্রতিদিন দুইহাজার পরিবার সুলভ মূল্যে এসব পণ্য পাবেন।