শিরোনাম
পিরোজপুর, ৬ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভোরা গ্রামে নির্মাণাধীন বেড়িবাঁধের গাছ চাপায় নুসরাত জাহান মিম্মি (১০) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
মিম্মি ওই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
মৃতের, বাবা হাবিবুর রহমান জানান, সকালে মিম্মি তার মা ও ভাইয়ের সঙ্গে বলেশ্বর নদীর পাড়ে মাঠে খেসারি ডাল তুলতে যায়। এ সময় নদীর পাড়ে ভেকু দিয়ে নির্মাণাধীন বেড়িবাঁধের কাজ চলছিল। তখন ভেকু দিয়ে তুলে ফেলা একটি সুপারি গাছ উপড়ে মিম্মির উপর পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মৃতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।