শিরোনাম
রাজশাহী, ৬ মার্চ, ২০২৫ (বাসস): রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইং।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও আরএমপি’র অভিযানে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে ৩ জন রয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডে গ্রেফতার দু’জন হলেন মো. মাহিদুল ইসলাম ওরফে ওয়াস্তি (২৪) ও মো. বিচ্ছাদ (৫০)। মো. মাহিদুল ইসলাম ওরফে ওয়াস্তি রাজশাহী মহানগরীর পবা থানার বজরাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি পারিলা ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। আওয়ামী লীগ কর্মী বিচ্ছাদ বোয়ালিয়া থানার কেদুর মোড় এলাকার মৃত সোলেমানের ছেলে।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মিডিয়া উইং থেকে জানানো হয়েছে।