বাসস
  ০৬ মার্চ ২০২৫, ১৮:০০

ফেনীতে রমজানের বাজার মনিটরিং ও যানজট নিরসনের অভিযানে ৯ ম্যাজিস্ট্রেট

ফেনীতে রমজানের বাজার মনিটরিং ও যানজট নিরসনের অভিযান। ছবি: বাসস

ফেনী, ৬ মার্চ, ২০২৫ (বাসস): পবিত্র মাহে রমজানে যানজট নিরসন ও নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং করছে জেলা প্রশাসন। প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলা শহরসহ প্রত্যন্ত এলাকার হাট-বাজারে অভিযান পরিচালনা করছেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, ছয় উপজেলায় নির্বাহী কর্মকর্তা অথবা সহকারি কমিশনার (ভূমি) প্রতিদিন কোন না কোন হাট-বাজারে অভিযান পরিচালনা করেন। এছাড়া জেলা সদরে অন্তত চার থেকে সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিদিন অভিযান পরিচালনা করছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান এসব অভিযান তদারকি করেন।

বুধবার জেলায় একযোগে অভিযানে নামেন নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সোনাগাজী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, দাগনভূঞা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম আজাহারুল ইসলাম, ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমিন বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্ত অভিযান পরিচালনা করেন। এছাড়া ফেনী পৌরসভার বাজার মনিটরিং করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার জাহাঙ্গীর হোসাইন। মহিপাল এলাকায় যানজট নিরসনে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার ও সহকারি কমিশনার তানভীর আহমেদ ও মজিবুর রহমান। দিনব্যাপী অভিযানে ২৭জন ব্যক্তিকে ৬৯ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম আজহারুল ইসলাম জানান, বাজারে দেশী সবজি, মশলা, চাল, ডাল, আটা, চিনি, লবণের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রয়েছে। তবে ভোজ্যতেলের সরবরাহ কম রয়েছে বলে তিনি জানান।  

সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজীব তালুকদার জানান, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী যেন মানুষের ক্রয়সীমার মধ্যে থাকে সেজন্য বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। বাজার তদারকির সময়ে বিক্রেতাদের মধ্যে মূল্য তালিকা টাঙানো, ক্রয় রশিদ, বিক্রয়ের রেজিস্ট্রার রাখা হয় না বলে প্রতীয়মান হয়েছে। এসব বিষয়ে তাদের জরিমানাসহ সতর্ক করা হচ্ছে।

এদিকে প্রতিদিন অভিযানের ফলে শহরে যানজট সহনীয় পর্যায়ে রয়েছে। বিশেষ করে ফুটপাত অবৈধদখলমুক্ত হওয়ায় পথচারীরাও নির্বিঘ্নে হাঁটা-চলা করতে পারছেন।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, প্রতিদিন অভিযানের ফলে জনমনে স্বস্তি রয়েছে। পুরো রমজান মাসেই জেলাজুড়ে অভিযান অব্যাহত থাকবে। কোনভাবে বাজারে নিত্যপণ্যের দাম বাড়ানো কিংবা যানজটের দুর্ভোগে যাতে কেউ না পড়েন সেদিকে বিশেষ দৃষ্টি দেয়া হচ্ছে।