শিরোনাম
নড়াইল, ৬ মার্চ, ২০২৫ (বাসস): পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নড়াইলে আজ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নড়াইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বিকেলে ৪টায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সভায় রমজান মাসে বিভিন্ন প্রকার সবজি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার স্বার্থে বৈষম্য বিরোধী ছাত্রদের উদ্যোগে বিনা লাভের দুটি দোকান স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসন, নড়াইল এ ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবে বলে সভায় জানানো হয়। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, নড়াইল কেন্দ্রীয় মসজিদের ঈমাম ম.ম. শফিউর রহমান শফিউল্লাহসহ ছাত্র সমন্বয়ক প্রতিনিধিরা।