বাসস
  ০৬ মার্চ ২০২৫, ১৮:৩১

বাংলাদেশ নৌবাহিনী-পুলিশের অভিযানে টেকনাফ থেকে কুখ্যাত ডাকাত আটক

বাংলাদেশ নৌবাহিনী-পুলিশের অভিযানে টেকনাফ থেকে কুখ্যাত ডাকাত আবুল খায়ের আটক। ছবি: আইএসপিআর

চট্টগ্রাম, ৬ মার্চ, ২০২৫ (বাসস): কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী ও লামারপাড়ায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত আবুল খায়ের এবং তার এক নারী সহযোগী কোহিনূরকে আটক করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী ও লামারপাড়ায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ  যৌথ অভিযান পরিচালনা করে। 

অভিযানে হত্যা, মাদক, চোরাচালান ও অপহরণসহ একাধিক মামলার আসামি কুখ্যাত ডাকাত আবুল খায়ের এবং তার এক নারী সহযোগী কোহিনূরকে আটক করা হয়। যৌথ অভিযানে নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়াডসসহ দুটি সেকশন অংশ নেয়। 

অভিযানকালে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কুখ্যাত ডাকাত আবুল খায়ের একটি জলাশয়ে লাফিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনীর স্পেশাল ফোর্সসহ নৌসদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। তার দেওয়া তথ্য মতে রাতের অন্ধকারে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাগুনা নামক এলাকার এক বাড়িতে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্রসহ তার সহযোগী কোহিনূর নামক এক নারী মাদক কারবারীকে আটক করা হয়। 

আটককৃত শীর্ষ ডাকাত বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, অপহরণ, মাদক, চোরাচালান ও ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। 

পরবর্তীতে মাদক ও অস্ত্রসহ আটকদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর অপরাধ বিরোধী অভিযান চলমান রয়েছে। দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়োজিত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আইন-শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।