বাসস
  ০৮ মার্চ ২০২৫, ১৬:১৫

লিগ্যাল এইড’র মাধ্যমে ৬ কোটি ৬৩ লাখ টাকা শ্রমিকদের অনুকূলে ক্ষতিপূরণ আদায়

ঢাকা, ৮ মার্চ, ২০২৫ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে ৬ কোটি ৬৩ লাখ ২৬ হাজার ২১৫ টাকা শ্রমিকদের ক্ষতিপূরণ আদায় করে দেয়া হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। 

২০০৯ সাল থেকে ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত লিগ্যাল এইড’র মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়। শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবা প্রদান শুরু হয়। পরবর্তিতে সুপ্রীমকোর্ট, ঢাকা ও চট্রগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল, দেশের কারাগারগুলোতে এ সেবা চালু হয়।

প্রতিবেদনে বলা হয়, লিগ্যাল এইড-এ ঢাকা ও চট্রগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ২৯ হাজার ৭৫ জনকে সরকারি খরচায় আইনি সেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে ২১ হাজার ৩৬৩টি আইনি পরামর্শ সেবা দেয়া হয়। ৪ হাজার ৪১২ মামলায় আইনি সহায়তার উদ্যোগ নেয়া হয়েছে, এর মধ্যে ৮০১টি মামলা নিষ্পত্তি হয়। বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) উদ্যোগ নেয়া হয়েছে ৩ হাজার ৩০০ মামলায়, যার মধ্যে ১৯১৩ মামলা এডিআর-এ নিষ্পত্তি হয়েছে। প্রি ও পোস্ট কেইসে ৬ কোটি ৬৩ লাখ ২৬ হাজার ২১৫ টাকা শ্রমিকদের ক্ষতিপূরণ আদায় করে দিয়েছে লিগ্যাল এইড।

দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচায় এ সেবা দেয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।