শিরোনাম
সুনামগঞ্জ, ৮ মার্চ, ২০২৫ (বাসস) : সুনামগঞ্জ সদর উপজেলার টুকের বাজারে আজ অভিযান চালিয়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং কমিটি।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মরিয়ম আক্তারের নেতৃত্ব বাজার মনিটরিং এ অংশ নেন জেলা ক্যারে সাধারণ সস্পাদক ও বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ফয়সল আহমদ। এসময় বাজার মনিটরিং কমিটিকে সহযোগিতা করেন সদর মডেল থানার একদল পুলিশ।
আজ দুপুর পৌনে ১টা থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযান চলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আজ দুপুর পৌনে ১টায় জেলা প্রশাসকের কার্যালযের সহকারী কমিনার মরিয়ম আক্তারের নেতৃত্বে বাজার মনিটরিং কমিটি সুনামগঞ্জ সদর উপজেলার টুকের বাজারে অভিযান চালায়।
অভিযানের সময় মা-বাবার দোয়া স্টোরকে পণ্যের মূল্য তালিকা না থাকায় ও মেয়াদোত্তীর্ণ মালামার রাখার দায়ে এক হাজার টাকা,পণ্যের মূল্য তালিকা সঠিক না থাকায় ও মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার দায়ে নিপেশ ষ্টোরকে এক হাজার টাকা, পণ্যের মূল্য তালিকা না থাকায় ও মেয়াদাত্তীর্ণ মালামাল রাখার দায়ে আব্দুল মালিক এণ্ড সন্সকে এক হাজার টাকা,পণ্যের মূল্য তালিকা না থাকায় জমির ষ্টোরকে এক হাজার টাকা, সোয়াবিন তেলের ক্রয় বিক্রয় রশিদ না থাকায় ও মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার দায়ে দুটি ধারায় ইসলাম ষ্টোরকে ৫ হাজার টাকা জরিমানা এবং পণ্যের মূল্য না থাকায় শাহ মিলন ষ্টোরকে ৫ শত টাকা জরিমানা করা হয়।