শিরোনাম
মুন্সীগঞ্জ, ৮ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার সিরাজদিখানে আজ মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী সেন্টু ঘোষ (৪০) নিহত এবং চালক আহত হয়েছেন।
মৃত সেন্ট জেলার নবাবগঞ্জ উপজেলার কইকড়াই গ্রামের সুভা ঘোষের ছেলে।
সিরাজদিখান থানা পুলিশ জানায়, আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে সিরাজদিখান-ইছাপুরা সড়কের লালবাড়ি এলাকায় মোটরসাইকেল এবং অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সেন্টু ঘোষ ঘটনাস্থলে নিহত হয় এবং মোটরসাইকেল চালক প্রসেন জিৎ ঘোষ আহত হয়।মারাত্নক আহত প্রসেন জিৎ কে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
নিহত সেন্টু ঘোষ সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামে শশুর রঞ্চিত ঘোষের বাড়িতে বেড়াতে এসেছিল। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান , লালবাড়ি এলাকায় সড়ক দর্ঘটনায় সেন্টু ঘোষ নিহত প্রসেন জিৎ আহত হয়। নিহত সেন্টু ঘোষের মৃতদেহ তার আত্নীয় স্বজনরা নিয়ে গেছেন।