বাসস
  ০৮ মার্চ ২০২৫, ১৯:১২

রাষ্ট্র কোনো নারীর প্রতিই বৈষম্য করে না: জেলা প্রশাসক চাঁদপুর

চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ’আন্তর্জাতিক নারী দিবস’ পালিত। ছবি: বাসস

চাঁদপুর, ৮ মার্চ, ২০২৫, (বাসস) : ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ’আন্তর্জাতিক নারী দিবস’ পালিত হয়েছে। 

শনিবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে সম্মুখে মানববন্ধনের আয়োজন করা হয়। 

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। 

তিনি বলেন, নারীদেরকে পুরুষদের সাথে তাল মিলিয়ে সমান পর্যায়ে চলতে সরকার সবসময় সহযোগিতা করছে। আগে নারীরা বাসায় বসে কাজ করতেন। কিন্তু এখন নারীর ক্ষমতায়নে সব জায়গাতে কাজ করতে পারছে, ব্যবসা করতে পারছে। এমন কোনো জায়গা নেই যেখানে নারীদের পদচারণা নেই। নারী তার যোগ্যতানুসারে সব জায়গাতে যেতে পারবে। রাষ্ট্র কোনো নারীর প্রতিই বৈষম্য করে না। 

ডিসি বলেন, বর্তমানে আমাদের সমাজ পাল্টে গেছে। সমাজ পাল্টে যাওয়ার ব্যাপারে রাষ্ট্রেরও ভূমিকা রয়েছে। রাষ্ট্র এবং সমাজব্যবস্থা সব সময়ই নারীদের পাশে আছে। নারীদের অধিকার সুনিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজ সব ধরণের ব্যবস্থা গ্রহণ করছেন। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর চাঁদপুর জেলার উপ-পরিচালক নাছিমা আকতার।