বাসস
  ০৮ মার্চ ২০২৫, ১৯:১৭

বাগেরহাটে প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ 

প্রশিক্ষণ প্রাপ্ত ও স্বাবলম্বী তিনজন নারীকে বাগেরহাটে সেলাই মেশিন বিতরণ।ছবি : বাসস

বাগেরহাট, ৮ মার্চ ২০২৫ (বাসস): জেলায় আজ প্রশিক্ষণ প্রাপ্ত ও স্বাবলম্বী তিনজন নারীকে সেলাই মেশিন এবং ৯ জন নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। 

আজ শনিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। 

জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহেলা পারভীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। 

বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিদুর রহমান, সহকারি কমিশনার তারেক রহমান। 

আলোচনা শেষে মহিলা অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত ও স্বাবলম্বী তিনজন নারীকে সেলাই মেশিন এবং তিনটি ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত ৯ জন নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।